দেশের প্রায় সর্বত্র ছড়িয়ে গিয়েছে মারণ ভাইরাসের জীবাণু । সারা দেশ একত্র হয়ে লড়ছে নভেল করোনার বিরুদ্ধে । সংক্রমণ ঠেকাতে গোটা দেশ জুড়েই চলছে চতুর্থ পর্যায়ের লকডাউন । এর মধ্যেই দেশের এই একটি রাজ্য ছিল দেশের ভরসা । সফল ভাবে কোভিড সংক্রমণ রুখতে পেরেছিল এই ছোট্ট রাজ্যটি । কিন্তু শেষ রক্ষা হল না ।
শেষ পর্যন্ত করোনামুক্ত পাহাড়ি রাজ্য সিকিমেও মিলল প্রথম কোভিড আক্রান্তের খোঁজ । সিকিমে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে শনিবার। জানা গিয়েছে, দক্ষিণ সিকিমের ওই বাসিন্দা কিছুদিন আগে দিল্লি থেকে ফিরেছিলেন। আক্রান্ত ব্যক্তির লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। শনিবার ওই ব্যক্তির নমুনার রিপোর্ট পজেটিভ আসে । তাঁকে রাবাংলার কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে ।
প্রথম থেকেই এই ছোট্ট রাজ্যটি করোনার বিরুদ্ধে উল্ল্যেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিল । যখন দেশে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে কেরলে, তখন থেকেই ওই রাজ্য সাবধান হয়ে যায় । অক্টোবর মাস থেকে রাজ্যের সীমান্ত বন্ধ করে দেওয়া হয় । পর্যটকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয় । ফলে করোনার থাবা এই রাজ্যে থাবা বসাতে পারেনি । কিন্তু শেষ পর্যন্ত আর গ্রিন জোনে রইল না সিকিমও ।
Be the first to comment