শিলিগুড়িনোভেল করোনাভাইরাসের সংক্রমণ এই ব্যস্ত শহরে ক্রমেই বাড়ছে। যা নিয়ে রীতিমতো উদ্বেগে রাজ্য সরকার। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবারও নতুন করে শিলিগুড়ির ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দা। তবে স্বাস্থ্য দফতর সবূত্রে জানা গিয়েছে, অধিকাংশ আক্রান্তের সঙ্গে ভিনরাজ্য থেকে ফেরা বা আক্রান্তের সংস্পর্শে আসার রেকর্ড নেই। তবুও কীভাবে ছড়াচ্ছে সংক্রমণ, তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় স্বাস্থ্য দফতর।
রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি করোনার সংক্রমণ ক্রমেই ছড়াচ্ছে শিলিগুড়িতে। প্রতিদিন শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের হদিশ মিলছে। মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি উদ্যোগে সচেতনতামূলক প্রচার চলছে।
করোনা এড়াতে প্রত্যেকে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেই লক্ষ্যে প্রত্যেককে সচেতন করার কাজও চলছে। তবুও সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না। তবে শিলিগুড়িতে এখনই গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সংক্রমণ ছড়াচ্ছে পাহাড়েও। জানা গিয়েছে, মিরিক ব্লক হাসপাতালের ৪ কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা কাদে কাদের সংস্পর্শে এসেছেন তা তালিকা তৈরি করছে স্বাস্থ্য দফতর।
এদিকে, করোনা আক্রান্ত হয়েছিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। দিনকয়েক আগে তাঁকে নিয়েও উদ্বেগ বেড়েছিল। তবে জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এখন ভালো আছেন।
Be the first to comment