করোনার জের; লোকাল,প্যাসেঞ্জারের পর এবার বাতিল শতাব্দী-রাজধানী-দুরন্তও

Spread the love

দিল্লি থেকে ছাড়া ২৮ জোড়া ট্রেন বাতিল করল ভারতীয় রেল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আগামী ৯ মে থেকে শতাব্দী, জন শতাব্দী, রাজধানী, দুরন্ত-সহ একাধিক বিশেষ ট্রেন বাতিল করা হল। পরবর্তী নির্দেশ না জারি হওয়া পর্যন্ত ট্রেনগুলি বাতিল থাকবে।

দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন হাজার মানুষ। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলেই দাবি স্বাস্থ্যমন্ত্রকের। করোনার বাড়বাড়ন্তের জন্য ইতিমধ্যেই বহু রুটে লোকাল ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। ট্রেনের চালক, গার্ডরা আক্রান্ত হচ্ছেনই। সঙ্গে যাত্রী সংখ্যাও কম। এরইমধ্যে ভারতীয় রেলওয়ে দিল্লি থেকে যে সমস্ত রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেস ছাড়ে সেগুলি ৯ মে থেকে বাতিল করল। এ ছাড়াও মোট ২৮ জোড়া ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে। আগামী নির্দেশিকা না জারি হওয়া পর্যন্ত স্থগিত থাকবে এই ট্রেনগুলি।

বাতিল ট্রেনের তালিকায় রয়েছে আট জোড়া শতাব্দী এক্সপ্রেস, দু’ জোড়া রাজধানী এক্সপ্রেস, দু’ জোড়া দুরন্ত এক্সপ্রেস, এক জোড়া বন্দে ভারত এক্সপ্রেস। দিল্লি থেকে ছেড়ে এই শতাব্দী এক্সপ্রেস মূলত কালকা, হবিবগঞ্জ, অমৃতসর, চণ্ডীগড় যায়। অন্যদিকে রাজধানী পৌঁছয় চেন্নাই, বিলাসপুর। দুরন্তের গন্তব্য জম্মু তাওয়াই ও পুণে। আপাতত এই রুটের ট্রেনগুলিই বাতিল করল উত্তর রেল। ইতিমধ্যে পূর্ব রেলও ৭ মে থেকে ১৬টি বিশেষ ট্রেন বাতিল করেছে। এ তালিকায় হাওড়া, কলকাতা ও শিয়ালদহ থেকে ছাড়া একাধিক ট্রেন রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*