করোনা আক্রান্ত নদিয়ার চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান। গত কয়েকদিন ধরেই পেটে ব্যথা। আর তা নিয়েই বৃহস্পতিবার হাসপাতালে ভরতি হন রুকবানুর রহমান। এরপরেই বিধায়কের করোনার পরীক্ষা করা হয়। আর তা করার পরেই আজ শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।
রিপোর্ট পজিটিভ আসার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন কাদের সংস্পর্শে এসেছিলেন রুকবানুর তা জানার চেষ্টা করা হচ্ছে। কোনও তৃণমূল নেতা-কর্মীর সংস্পর্শে এসেছিলেন কিনা তাও খোঁজখবর নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিধায়কের পরিবারের অন্যান সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে।
জানা যাচ্ছে, এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে রুকবানুর রহমানের। প্রতি মুহূর্তে নজর রাখছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে যে, বিধায়কের অবস্থা স্থিতিশীল। চিন্তার কোনও কারণ নেই।
অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিবপুরের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই তাঁকে কলকাতার আর এন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
Be the first to comment