দেশে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন ১৮ হাজার ১৩৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২৩৪ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ১৩ হাজার ৪১৭ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ২৫ হাজার ৪৪৯ জন। মোট সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৩৭ হাজার ৩৯৮ জন।
দেশে করোনার মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৫৭০ জন। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৩৪ জনের।উল্লেখ্য, দেশজুড়ে শুক্রবার শুরু হচ্ছে ড্রাই রান। দেশের ৭৩৬ জেলায় আজ ড্রাই রান চলবে। কীভাবে সাধারণ মানুষকে টিকা দেওয়া হবে, তার পুরো প্রক্রিয়া কেমন ভাবে হবে, তারই প্রস্তুতি খতিয়ে দেখা হবে এদিনের ড্রাই রানে।
উল্লেখ্য, গুজরাত, পঞ্জাব, অসম এবং অন্ধ্রপ্রদেশে ড্রাই রান সম্পর্কিত ভালো খবর পাওয়া গিয়েছে। এরপরেই দেশজুড়ে ড্রাই রান চালানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করে কেন্দ্র। এখন আরও একবার, সারা দেশে ড্রাই রান চালাতে চলেছে কেন্দ্র।
আগামী সপ্তাহ থেকে দেশে টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, করোনা ভ্যাকসিনের অনুমোদনের ১০ দিন পরেই এই টিকা কার্যক্রম শুরু হতে পারে। সেই প্রসঙ্গে বলা যায় ১৩ বা ১৪ জানুয়ারি দেশে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে।
ভারতে দুটি করোনা ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভাক্সিন – জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি পেয়েছে।
Be the first to comment