বাংলায় বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, ‘করোনায় আক্রান্ত ব্যক্তির উপসর্গ তীব্র হলেই হাসপাতালে ভর্তি করতে হবে। যাদের মৃদু উপসর্গ, তাঁদের সেফ হোমে পাঠাতে হবে।’ স্বাস্থ্য দফতরের কল সেন্টারের মাধ্যমে যাচাই করা হবে কোনও আক্রান্ত ব্যক্তি সংকটজনক নাকি মৃদু উপসর্গ। এদিকে, বেসরকারি হাসপাতালে বেড সংকট মেটাতে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।
করোনা পরিস্থিতি নিয়ে এদিন টুইটারে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটারে রাজ্যপাল লিখেছেন, ‘করোনা পরিস্থিতি উদ্বেগজনক। কোভিড চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, মুখ্যসচিবের থেকে জবাব পাওয়ার অপেক্ষায় আছি। সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে এই পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাছে আবেদন জানান।’
এদিকে, ভাইরাসকে ঠেকাতে নয়া ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘যারাই বাইরে থেকে রাজ্যে আসবেন, তাঁদের RT-PCR টেস্ট করতে হবে।’ উল্লেখ্য, ভোটবঙ্গে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তার জন্য বিজেপি নেতাদেরই দায়ী করেছেন মমতা।
বর্ধমানের গলসির সভা থেকে মমতা বলেছেন,’ রাজ্যে প্রচুর বহিরাগত ঢুকেছে। বহিরাগত গুন্ডারা এখন সব বাংলায় বসে আছে। প্রায় ১০ হাজার বাইরের লোক এসে বসে আছে, তারাই কোভিড নিয়ে এসেছে। আমাদের রাজ্যে যতটুকু কোভিড হয়েছে, তা হয়েছে ওই বহিরাগতদের জন্যই।’
Be the first to comment