রাজ্যে সংক্রমণ বেড়ে ৮০০-এর দোরগোড়ায়, মৃত আরও ১২

Spread the love

রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮৮ জন ৷ আগের দিন যা ছিল ৬০৩ জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ২০২ জন, উত্তর ২৪ পরগনায় ১৪৬ জন ৷

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের ৷ যা আগের দিনের তুলনায় দুজন কম ৷ গত ২৪ ঘণ্টায় কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ৪ জন, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া ও বীরভূমে ১ জন করে মারা গিয়েছেন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা ১৫ লাখ ৯৯ হাজার ৮৭৯ জন ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭৫৯ জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৭২ হাজার ৭১১ জন ৷

মঙ্গলবার পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৯১৬ জন ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৫২ জন ৷ আজ ৩৭ হাজার ২৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৭৬৬ ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ লাখ ১৭ হাজার ১৭২ জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ২৬ হাজার ২৯০ জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট ৫ কোটি ৮৮ লাখ ৫ হাজার ৯৯১ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৪২৩ জন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*