বঙ্গে দ্রুত গতিতে কমছে করোনা সংক্রমণ, স্বস্তিতে রাজ্যবাসী

Spread the love

দেশবাসী চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করলেও রাজ্যের করোনা গ্রাফ স্বস্তি দিচ্ছে বাংলার বাসিন্দাদের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৫ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা। বাংলায় এদিনও করোনায় মৃতের সংখ্যা শূন্য। যা নিঃসন্দেহে অত্যন্ত ভাল খবর। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। 

এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২৩ জন কলকাতার অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার। একদিনে আক্রান্ত সেখানকার ২২ জন। আগেরদিন ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল ২৫।

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে এই জেলায় নতুন করে সংক্রমিত ১১ জন। চতুর্থ স্থানে বাঁকুড়া। সেখানে একদিনে সংক্রমিত ৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১৫,৬৭০। গত ২৪ ঘণ্টায়ও মৃত্যু হীন কলকাতা।

তাঁরা কলকাতার বাসিন্দা। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৫২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা  ১৯, ৯২,৭৪৩। একদিনে রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮০ জনের। এখনও পর্যন্ত ২ কোটি ৪৩ লক্ষ ০৭ হাজার ৯০৬টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৫২ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। তবে করোনা বাগে এলেও এখনও রাজ্যে জারি রয়েছে বিধিনিষেধ। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার সকলের জন্য আবশ্যিক। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*