আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও ৷ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪০৮ জন ৷ একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৪৬৮ জন মানুষ ৷
সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৬ হাজার ৩৪৯ জন ৷ তার মধ্যে সুস্থ হয়েছেন অধিকাংশই ৷ সুস্থতার হার ৭৫ শতাংশ ৷ এখনও পর্যন্ত দেশে কোরোনায় সুস্থ হয়েছেন ২৩ লাখ ৩৮ হাজার ৩৬ জন ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৩৬ জনের ৷ এই নিয়ে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭ হাজার ৫৪২ ৷
সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮২ হাজার ৩৮৩। সক্রিয় আক্রান্ত ১ লাখ ৭১ হাজার ৫৪২। মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে। সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত ৩ লাখ ৭৯ হাজার ৩৮৫ জন। সক্রিয় আক্রান্ত ৫৩ হাজার ৫৪১। আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশ। সেখানে এখনও পর্যন্ত ৩ লাখ ৫৩ হাজার ১১১ জন কোরোনায় সংক্রমিত। সক্রিয় আক্রান্ত ৮৯ হাজার ৩৮৯ ।
Be the first to comment