গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৬৪, পরপর পাঁচদিন মৃত্যুহীন বাংলা

Spread the love

রাজ্যে উর্ধ্বমুখী সংক্রমণের ধারা অব্যাহত। আগের দিনের পর গত ২৪ ঘণ্টাতেও বাংলায় সংক্রমিত হয়েছেন ষাটের বেশি। পজিটিভিটি রেট ০.৪৫ শতাংশ। তবে মৃত্যু শূ্ন্য রাজ্য। যা নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে।  

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৬৪ জন। যা আগের দিনের তুলনায় সামান্য কম। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ২০২। গত বুধ থেকে রবিবার পর্যন্ত করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় বঙ্গে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ১৯৭ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

করোনা সংক্রমণ বাড়লেও ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৭ জন। তবে তা আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেশি। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ৯৫ হাজার ২৮৯ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯১ শতাংশ।

২০২০ সালের মার্চের পর থেকে করোনা ভাইরাসের থাবায় কার্যত থমকে যায় গোটা দেশের জনজীবন। করোনা সংক্রমণ রুখতে লকডাউনের পথে হাঁটে কেন্দ্র। গোটা দেশ তথা রাজ্যে জারি হয় একাধিক বিধিনিষেধ। সেই সময় থেকেই করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়। রবিবার ১৪ হাজার ০৮৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যজুড়ে ২ লক্ষ ৪১ হাজার ৪৬২ ডোজ টিকাকরণ হয়েছে। উল্লেখ্য, বর্তমানে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তবে তা সত্ত্বেও বিধিনিষেধ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। শারীরিক দূরত্ববিধিও মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*