বাংলায় একদিনে তিন হাজারের নিচে সংক্রমণ, মৃত আরও ৪৮

Spread the love

রাজ্যে একদিনে মাত্র ২,৬৭১ জন করোনা আক্রান্ত ৷ কয়েক মাস পর এই প্রথম তিন হাজারের নিচে নেমে এল আক্রান্তের সংখ্যা ৷ গত ২৪ ঘন্টায় তুলনামূলক কমেছে মৃতের সংখ্যাও৷ তবে এদিন টেস্টও হয়েছে কম ৷ সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ২,৬৭১ জন ৷ রবিবার ছিল ৩,৩৬৭ জন৷ একদিনে প্রায় ৭০০ জন কম৷ গত কয়েক মাসে দৈনিক সংক্রমণ তিন হাজারের উপরে ছিল৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ৪ লক্ষ ৮৩ হাজার ৪৮৪ জন ৷

গত ২৪ ঘন্টায় বাংলায় ৪৮ জনের মৃত্যু হয়েছে৷ রবিবার ছিল ৫৪ জন ৷ ফলে দৈনিক মৃতের সংখ্যাটা ফের কমল ৷ কিন্তু মোট মৃতের সংখ্যাটা বেড়ে ৮,৪২৪ জন ৷ মৃত ৪৮ জনের মধ্যে কলকাতার ১২ জন ৷

রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৭৩০ জন৷ রবিবার ছিল ৩,৪৪৫ জন৷ তুলনামূলক অনেকটাই কম৷ তবুও বাংলায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৪ লক্ষের বেশি ৷ তথ্য অনুযায়ী, ৪ লক্ষ ৫০ হাজার ৭৬২ জন৷ সুস্থতার হার বেড়ে ৯৩.২৩ শতাংশ৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ২৪ হাজারের সামান্য বেশি ৷ তথ্য অনুযায়ী, ২৪ হাজার ২৯৮ জন৷ রবিবার ছিল ২৪ হাজার ৪০৫ জন৷ তুলনামূলক ১০৭ জন কম৷ এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে প্রায় ৫৯ লক্ষ ৷

তথ্য অনুযায়ী ৫৮ লক্ষ ৭২ হাজার ৯৩৩ টি ৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৬৫,২৫৫ জন ৷ কবে গত ২৪ ঘন্টায় তুলনামূলক টেস্ট কম হয়েছে ৷ একদিনে ৩৮ হাজার ১৭৮ টি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*