কড়া বিধিনিষেধ জারির পরও জারি করোনার চোখ রাঙানি। তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও কমেছে রাজ্যের সংক্রমণ। একদিনে রাজ্যের ২২, ৬৪৫ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা। মৃত্যু হয়েছে ২৮ জনের। পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ। যা স্বাভাবিকভাবেই জারি রেখেছে উদ্বেগ।
এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৬,৬৮৭ জন কলকাতার অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ৪, ০১৮ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ খানিকটা বেশি।
রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ৬৯৭ জন ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৬৮৭ জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১৬ লাখ ৯৮ হাজার ২০১ জন ৷ শুক্রবার পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৪৮৩ জন ৷ আজ ৭২ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২ কোটি ২২ লাখ ৮ হাজার ৬৫০ জন ৷
Be the first to comment