ভ্যাকসিনের চাহিদা অনুযায়ী, সরবরাহ নেই ৷ নাম নথিভুক্ত থাকার পরেও বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন পাচ্ছেন না সাধারণ মানুষ ৷ হন্যে হয়ে ফিরে আসতে হচ্ছে টিকাকরণ কেন্দ্র থেকে ৷ এই পরিস্থিতিতে আরও কোভিশিল্ড আসছে রাজ্যে ৷ আজই কোভিশিল্ডের আরও ৪ লাখ ডোজ পাঠানো হচ্ছে ৷ আজ রাতের মধ্যে এসে পৌঁছাবে এই ৪ লাখ ডোজ ৷ পাশাপাশি, ১ লাখ কোভ্যাকসিনও পাঠানো হচ্ছে রাজ্যে ৷
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কাল থেকেই জেলাজুড়ে বিতরণ শুরু হয়ে যাবে এই ৪ লাখ কোভিশিল্ড ডোজের ৷ কোভিশিল্ডের এই টিকা মূলত ৪৫ ঊর্ধ্বদের জন্যই আসছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ৷ তবে ১৮ বছর থেকে ৪৫ বছর বয়সিদের জন্য টিকা কবে আসবে বা তা কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷ তবে ১৮-৪৫ বছর বয়সিদের টিকাকরণের ব্যবস্থা করা নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর ৷ সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে ৷
Be the first to comment