কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১১ ৷ হুবেই প্রদেশে আজ সকাল পর্যন্ত নতুন করে ৮১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে ৷
২০০২-২০০৩ সালে বিশ্বজুড়ে সেভায়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (SARS) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৭৭৪ জনের ৷ কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা তাকেও ছাপিয়ে গেল ৷ হুবেই কমিশন নিশ্চিত করে জানিয়েছে, কেন্দ্রীয় প্রদেশে আরও ২১৪৭টি নতুন কেস ধরা পড়েছে ৷ বর্তমানে চিনজুড়ে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৬৯০টি ৷
গত বছর হুবেইয়ের রাজধানী ইউহান শহরের একটি বাজার থেকে এই ভাইরাস ছড়ানো শুরু হয়েছিল বলে অনেকে মনে করছেন ৷ ওই বাজারে বন্য প্রাণী বিক্রি করা হত ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) গতকাল জানিয়েছে, চিনে প্রতিদিন যে পরিমাণে কেস জমা হচ্ছে তা বর্তমানে স্থিতিশীল ৷ তবে, ভাইরাসটি আরও বাড়ছে কি না তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় ৷
ইউহানে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সি একজন অ্যামেরিকান ব্যক্তি বৃহস্পতিবার মারা যান ৷ ইউহানের একটি হাসপাতালে একজন জাপানি ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জাপান বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷ এছাড়া, ফিলিপাইনসে একজন চিনা ব্যক্তি ও হংকংয়ে একজন ৩৯ বছর বয়সি ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয়েছে ৷
Be the first to comment