করোনাভাইরাসে আক্রান্ত এ রাজ্যে আরও এক জন। জানা গিয়েছে, বেলঘরিয়ার ওই বাসিন্দার নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে নাইসেড থেকে। তাতেই জানা গেছে, কোভিড ১৯-এ আক্রান্ত তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালেই খবর আসে, রাজ্যে তিন জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত। প্রথম জন মেদিনীপুরের নিজামপুর গ্রামের বাসিন্দা। গত ২২ মার্চ মুম্বই থেকে ফেরেন। বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করে নমুনা পাঠানো হয়, আজ ধরা পড়ে করোনায় আক্রান্ত তিনি।
তাঁর খবর আসার পরেই জানা যায় টালিগঞ্জের এক মহিলা ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি আছেন, তিনিও করোনাভাইরাসে সংক্রামিত বলে জানিয়েছে এসএসকেএমের রিপোর্ট। তৃতীয় জন, পঞ্চাশের বেশি বয়সের এক ব্যক্তি ভর্তি আছেন সল্টলেক আমরি হসপিটালে। তাঁর শরীরেও সংক্রমণ মিলেছে।
আজ বেলা বাড়তেই চতুর্থ আক্রান্তের খোঁজ মিলল।গতকালই স্বস্তি বাড়িয়েছিল তিন করোনা আক্রান্তের নেগেটিভ রিপোর্ট। সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন তাঁরা আজ। চিকিৎসা পদ্ধতি কাজ করছে জেনে ভরসা পেয়েছিলেন সকলেই।
কিন্তু পাশাপাশি আজ আরও চার জনের সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক বেড়ে গেল কয়েক গুণ। প্রত্যেকের বিদেশ-যোগ ছিল কিনা এখনও জানা যায়নি।
Be the first to comment