রাজ্যে ফের বাড়লো সংক্রমণ, একদিনে করোনায় মৃত ২৩

Spread the love

রাজ্যে গত ২৪ ঘণ্টায় বাড়ল টেস্ট। একইসঙ্গে কমল পজিটিভিটি রেট। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, একদিনে বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন। যা গতকালের তুলনায় বেশি। এদিকে একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেড়েছে। পাশাপাশি, রাজ্যে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড টেস্ট হয়েছে ৭১ হাজার ৭৯২ জনের। কমেছে পজিটিভিটি রেটও। বর্তমানে বাংলায় পজিটিভিটি রেট ৩০.৮৬ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ৭ হাজার ৬০ জন। সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩২৬। দক্ষিণ ২৪ পরগনাতেও সামান্য বাড়ল সংক্রমণ। একদিনে সে জেলায় আক্রান্ত ১ হাজার ৪৩৫। সংক্রমণের দিক থেকে জেলাভিত্তিক তালিকার শীর্ষে কলকাতা। সেখানে পরিসংখ্যান ৪১%।

অন্যদিকে, পথ দেখাল ডায়মন্ডহারবার। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেওয়া টার্গেটকেও ছাপিয়ে গেল বুধবারের কোভিড টেস্টের সংখ্যা। স্বামী বিবেকানন্দের জন্মদিবসে ডায়মন্ডহারবার এলাকায় মোট করোনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ২০৩ জনের। যা রাজ্যের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক। নিজেই টুইট করে এই পরিসংখ্যান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন বিকেলে টুইট করে অভিষেক লেখেন, ‘চেষ্টার কোনও কসুর করা হবে না। ডায়মন্ডহারবারকে কোভিড মুক্ত করব আমরা। স্বামীজির জন্মদিবসে তাঁকে আমরা যথাযথ সম্মান জানাতে পেরেছি। ৫০ হাজারেরও বেশি করোনা টেস্ট হয়েছে আজকে।’ পাশাপাশি অভিষেক জানিয়েছেন, গত সাতদিনের মধ্যে রাজ্যের সমস্ত সংসদ এলাকার মধ্যে সবচেয়ে কম পজিটিভিটি রেট ডায়মন্ডহারবারেই। বর্তমানে ডায়মন্ডহারবারে পজিটিভিটি রেট ২.১৬ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*