বাংলায় কমছে করোনা সংক্রমণ, মৃত আরও ৩১

Spread the love

সরস্বতী পুজোয় সুখবর। বাংলায় আরও কমল কোভিড সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ১৩৪৫ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের। শুক্রবারের তুলনায় তা বেশ খানিকটা কম। তবে সংক্রমণের নিরিখে এদিনও শীর্ষে উত্তর ২৪ পরগনা।  এখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২২৩ জন। কলকাতায় এই সংখ্যাটা ১৫৯। বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ২২৫১ জন সুস্থ হয়ে ওঠায় হার বেড়ে দাঁড়াল ৯৮ শতাংশ। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ এবার নিম্নমুখী। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল পনেরোশর বেশি, শনিবার তা নেমে এল ১৩০০-য়। তবে উত্তর ২৪ পরগনার কোভিড গ্রাফ চিন্তায় রাখছে। একদিনে এখানে আক্রান্ত ২২৩ জন। একমাত্র এই জেলাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত দুশোর বেশি। কলকাতায় দৈনিক আক্রান্ত দেড়শোর সামান্য বেশি। এই দুই জেলা বাদে আর কোথাও গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা শতাধিক নয়। করোনাযুদ্ধে সবচেয়ে এগিয়ে ঝাড়গ্রাম। একদিনে এখানে কোভিড পজিটিভ ১৪ জন। 

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৬,৭৭২ টি, যার মধ্যে ৩.৬৬ শতাংশ রিপোর্ট পজিটিভ। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৯,২৭৬। গতকালের তুলনায় ৯৩৭ জন কম। করোনা সংক্রমণ রুখতে রাজ্যে জারি কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। রয়েছে নাইট কারফিউ। আগামী ১৫ তারিখ পর্যন্ত জারি রয়েছে তা। সেই কড়াকড়ির জেরেই পরিস্থিতির উন্নতি বলে মনে করা হচ্ছে। 

আগামী ১২ তারিখ চার পুরনিগমের ভোট রাজ্যে। ২৭ তারিখ ভোটের লডা়ইয়ে শামিল হবে ১০৮ পুরসভা। ফলে এই সময় নির্বাচনী প্রচারেও নির্দিষ্ট বিধি জারি রয়েছে। যাতে ভোটকে কেন্দ্র করে কোওভাবেই করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। তাতেই মিলছে প্রত্যাশিত সাফল্য, এমনই মত স্বাস্থ্যমহলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*