করোনায় মৃত্যুহীন বাংলা, একদিনে কোভিড পজিটিভ ১০২

Spread the love

মহামারীর দাপট কাটিয়ে সুস্থতার পথে আরও কয়েকধাপ এগিয়ে গেল বাংলা। করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমছেই। তার চেয়েও বড় সুসংবাদ, টানা চারদিন ধরে করোনায় মৃত্যু শূন্য বঙ্গে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১০২ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়নি কারও। জেলার পরিসংখ্যানের নিরিখে একই জায়গায় রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৮ জন। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪৮ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ১৯,৯২,৮৯১। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। রাজ্য়ে মোট করোনা রোগী ২০,১৫,৭৭২ জন। মোট মৃতের সংখ্যা ২১,১৭৮।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৩,২৭২। তার মধ্যে ০.৪৪ % রিপোর্ট পজিটিভ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭০৩। 

এবার আসা যাক জেলাভিত্তিক পরিসংখ্যানে। তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা কলকাতা ও দুই ২৪ পরগনায়। সংখ্যাটা ১৮। আর করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে কালিম্পং। এখানে একদিনে কেউই করোনায় আক্রান্ত হননি। অর্থাৎ ২৪ ঘণ্টায় সংক্রমণ শূন্য। এছাড়া মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়ায় আক্রান্তের  সংখ্যা ১। 

তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে রাজ্য সুস্থতার পথে এগিয়েছে অনেকটা। তবু সতর্কতা অবলম্বনে মার্চের ১৫ তারিখ পর্যন্ত রাজ্যে জারি রয়েছে কোভিডবিধি। রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকছে নাইট কারফিউ।  আর কয়েকমাসের মধ্যে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তার আগে জনগণকে সাবধানে থাকার পরামর্শ তাঁদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*