বৃহস্পতিবার ভোটমুখী বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে হাজার ছাড়াল। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৪ জন, মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার পার করা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। সংক্রমণে অবিলম্বে রাশ টানতে না পারলে আরও বড় বিপদের পড়তে পারে বাংলা, আশঙ্কা তাঁদের।
মঙ্গলবার রাজ্যে করোনার নিম্নমুখী গ্রাফ স্বস্তি ফিরিয়েছিল। কিন্তু বুধবার থেকেই সেই গ্রাফ ঊর্ধ্বমুখী। বুধবারই দৈনিক সংক্রমণ প্রায় হাজার ছুঁয়েছিল। এদিন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯৮২ জন, প্রাণ হারিয়েছিলেন ২ জন। বৃহস্পতিবার সেই সংক্রমণের হার বাড়ল আরও বেশ কয়েকগুন।
এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫১৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৩৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৩১ জনের।
এদিকে দেশের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বিপজ্জনক করোনা পরিস্থিতি। এই প্রেক্ষিতে সে রাজ্যে লকডাউন জারি করা হতে পারে। সূত্রের খবর, আগামী ২ বা ৩ এপ্রিল মহারাষ্ট্রে দ্বিতীয় লকডাউন জারি করা হতে পারে। নির্দিষ্ট সময়ের জন্য লকডাউন জারি করা হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই লকডাউনের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন।উল্লেখ্য, মহারাষ্ট্রে লকডাউন জারির ব্যাপারে কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
Be the first to comment