গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৭, টানা তিনদিন করোনায় মৃত্যুহীন রাজ্য

Spread the love

গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। তবে করোনায় মৃত্যুর খবর নেই রাজ্যে। তাল মিলিয়ে বাড়ছে সুস্থতাও। গত মাসের মাঝামাঝি থেকেই নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ। ধীরে ধীরে করোনা মুক্তির পথে এগোচ্ছে বাংলা। রাজ্য থেকে উঠে গিয়েছে করোনা বিধিনিষেধ। এরই মাঝে গত দু’দিন খানিকটা বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুধবার সন্ধের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৭ জন। যা মঙ্গলবারের তুলনায় সামান্য বেশি।

এদিন পজিটিভ কেস বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৫৭৮। মঙ্গলবারের পর বুধবারও করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় বঙ্গে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ১৯৯ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। করোনা সংক্রমণ বাড়লেও ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। সুস্থতার হার দাঁড়াল ৯৮.৯২ শতাংশ।

করোনা সংক্রমণ রুখতে বরাবরই নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। বুধবার ১২ হাজার ৫১৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২৪, ৮২৭, ৬৫৪ নমুনা পরীক্ষা হয়েছে। করোনায় পজিটিভিটি রেট ০.৩০  শতাংশ। যা মঙ্গলবারের তুলনায় সামান্য বেড়েছে টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। শুধুমাত্র বুধবার গোটা রাজ্যজুড়ে ১ লক্ষ ১ হাজার ১১৯ ডোজ টিকাকরণ হয়েছে। 

প্রসঙ্গত, আজই ভারতে হদিশ মিলল করোনার অতি সংক্রামক XE ভ্যারিয়েন্টের। মুম্বইয়ের এক মহিলা করোনার এই অতি সংক্রামক স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন বলে বৃহন্মুম্বই পুরসভা সূত্রে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মহিলা মুম্বইয়ের বাসিন্দা নন। তিনি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে এদেশে এসেছেন। জুলাই মাসে ফের হানা দিতে পারে করোনা। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, কোভিডবিধি মেনে চলুন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*