ফের রাজ্যে সামান্য বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বাড়ল সংক্রমিতের সংখ্যা। তবে শনিবারও করোনায় মৃত্যুহীন বাংলা। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বঙ্গে করোনা আক্রান্ত ২৮ জন। শুক্রবার সংক্রমিতের সংখ্যাটি ছিল ২৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৬৬৫ জন। তবে শনিবারও মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২০০ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
করোনা সংক্রমণ বৃদ্ধিতে আশঙ্কা বাড়ছে সকলের। তবে এই পরিস্থিতিতে সুস্থতার হার সকলকে স্বস্তি জোগাচ্ছে। কারণ, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আক্রান্তের তুলনায় বেশি। কারণ, একদিনে ৩৭ জন করোনাকে হারিয়েছেন। এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১৯ লক্ষ ৯৫ হাজার ৯৮৪ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৯৩ শতাংশ।
করোনার বাড়বাড়ন্তের সময় থেকে নমুনা পরীক্ষার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। শুক্রের তুলনায় শনিবার বাড়ল নমুনা পরীক্ষা। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৮ লক্ষ ৬২ হাজার ৪৪১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.২৪ শতাংশ। রাজ্য থেকে কোভিডবিধি উঠে গিয়েছে। তবে আপাতত সাবধানে থাকার বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজারের যথাযথ ব্যবহারের উপর জোর দিচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে আগামী সোমবার থেকেই রাজ্যজুড়ে নিজের খরচে নেওয়া যাবে বুস্টার ডোজ। বুস্টার ডোজ নেওয়ার আগেই এদিন কমেছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের দামও।
Be the first to comment