ক্রমাগত কড়া বিধিনিষেধের জেরে আপাতত নিয়ন্ত্রণে রাজ্যের করোনা সংক্রমণ। দু’বছর পর বাংলায় সব করোনাবিধি উঠে গেলেও অবশ্য মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথা মাথায় রাখতে হবে বলেই জানিয়েছে প্রশাসন। কারণ ইতিমধ্যেই দেশে হানা দিয়েছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট XE। তার উপর দিল্লিতে নতুন করে বেড়েছে সংক্রমণ। তবে শনিবারের তুলনায় রবিবারের বুলেটিনে এ রাজ্যে পজিটিভিটি হার বাড়লেও তা বিশেষ উদ্বেগজনক নয়।
রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের তুলনায় বেড়ে ০.৩৪ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৮০৬ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪৫ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ২৯৫ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ২৮৬ জন। হাসপাতালে ভরতি ২৫ জন করোনা আক্রান্ত।
বেশ কয়েকদিন ধরে করোনায় মৃত্যুহীন বাংলা। গত ২৪ ঘণ্টায় যেমন রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ২০০ জন। ফলে ধীরে ধীরে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন রাজ্যবাসী।
তবে কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছেই। একদিনে ৮ হাজার ১৭৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৯ লক্ষ ৩১ হাজার ৮৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৪১ হাজার ৩৭৫ জন।
Be the first to comment