রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ

Spread the love

লাগামছাড়া সংক্রমণ। ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। অতীতের ভয়াবহ স্মৃতি উসকে বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ৫৯ জনের, আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৭৬। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৭৩৭ জন। কমেছে সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৮.০১ শতাংশ।

রাজ্যের মধ্যে সংক্রমণে নিরিখে শীর্ষস্থানে রয়েছে যথাক্রমে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার৮৩০ জন এবং মৃত্য়ু হয়েছে ১৭ জনের, উত্তর ২৪ পরগনায় গত একদিনে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৮৫ জন, মৃত্যু হয়েছে ১০ জনের, ,হাওড়ায় সংখ্যাটা ৭৪৬ জন, মৃত্যু হয়েছে ৪ জনের।

বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১১ হাজার ৯৪৮ জন, মৃত্যু হয়েছিল ৫৬ জনের। ২৩ এপ্রিল পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৭৮০ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৮২৫ জনের।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে এবার বিমান পরিষেবা নিয়ে নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তীশগড় থেকে কোনও যাত্রী বিমানে করে বাংলায় এলে তাঁর RT PCR টেস্ট ও করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। আগামী ২৬ এপ্রিল দুপুর ১২টা থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে।

অন্যদিকে, প্রবল অক্সিজেন সংকটে দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের দুর্দশার ছবি সামনে আসছে। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রেকে চিঠি দিল রাজ্য সরকার। এখনও প্রবল অক্সিজেন সংকট এরাজ্যে তৈরি না হলেও যেভাবে করোনার সংক্রমণ মাত্রা ছাড়িয়ে গিয়েছে, তাতে অদূর ভবিষ্যতে এখানেও সেই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই আন্দাজ করেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণকে শুক্রবার অক্সিজেন সরবরাহ নিয়ে চিঠি দিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন পাচ্ছে রাজ্য। কিন্তু চাহিদা বাড়ছে দ্রুত। রাজ্যের জন্য বরাদ্দ রয়েছে ৪৫০ মেট্রিক টন অক্সিজেন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ অক্সিজেন যেন অন্যত্র না পাঠানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*