নিত্যদিন লাফিয়ে বাড়ছে রাজ্য়ের করোনা সংক্রমণ। তবু আমজনতার হুঁশ ফিরছে না। কোভিডবিধি মানতে অনীহা চরম। ফলও মিলছে হাতেনাতে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৩০০-এর গন্ডি। চিন্তা বাড়াচ্ছে কলকাতা-সহ চারটি জেলা। এদিনও করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।
বুধবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫২। বুধবার এই সংখ্যাটা ছিল দু’হাজারের নিচে। কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮২৫ জন। যা গতকালের চেয়ে বেশি। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৫২)। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনা (১৫৭)। হুগলিতেও (১৪৬) বাড়ছে সংক্রমণ। পশ্চিম বর্ধমানের সংক্রমণও সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে। একমাত্র কালিম্পংয়ে নতুন করোনা আক্রান্তের হদিশ মেলেনি।
তবে শুধু রাজ্য নয়, গোটা দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এতদিন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যের ব্যবধান কমানো হল। এতদিন দ্বিতীয় ডোজের ৯ মাস পর বুস্টার ডোজ নেওয়া যেত। এবার সেই ব্যবধান কমিয়ে করা হল ৬ মাস।
Be the first to comment