ফের নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, দেড় হাজারেরও নিচে নামলো দৈনিক সংক্রমণ

মৃত আরও ৬

Spread the love

ফের নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। একধাক্কায় অনেকটাই কমল বাংলার করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেড় হাজারেরও নিচে নামল আক্রান্তের সংখ্যা। তবে সামান্য বাড়ল মৃত্যু।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত মোট ১ হাজার ৪৪৯ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত মোট ৩৮৮ জন। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে ২৫৩ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ১১৬ জন আক্রান্ত হওয়ায় সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে বীরভূম। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত একশোর নিচে। দক্ষিণ দিনাজপুর, নদিয়া, হাওড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে করোনা সংক্রমণ পঞ্চাশের কম। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় আক্রান্ত ২০-রও কম। মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে আক্রান্ত দশেরও কম।

রাজ্যে সংক্রমণ কমেছে ঠিকই। তবে মৃতের সংখ্যা বেড়েছে সামান্য। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। রবিবার মারণ ভাইরাস প্রাণ কেড়েছিল ৫ জনের। মৃত্যুহার ১.০৩ শতাংশ। এদিকে, করোনা যাতে ফের ভয়াল আকার ধারণ না করে তাই সতর্কতামূলক প্রচার চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*