রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত। দু’দিন গ্রাফ নিম্নমুখী হয়ে স্বস্তি দিলেও আবার পরের দিনই তা লাফিয়ে বাড়ে। ঠিক যেমনটা বলছে মঙ্গলবারের করোনা পরিসংখ্যান। সোমবার দৈনিক সংক্রমণের হার কমলেও এদিন ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। বাড়ছে পজিটিভিটি রেট। আর সেই সঙ্গে হু হু করে বৃদ্ধি পাচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২২৪৩ জন। গতকাল যে সংখ্যাটা নেমেছিল দেড় হাজারের নিচে। দৈনিক পজিটিভিটি রেট ১৫.৩৭ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৪২৩ জন। তবে সংক্রমণের দিক থেকে একদিনে তিলোত্তমাকেও টপকে গিয়েছে উত্তর ২৪ পরগনা।
এই জেলায় একদিনে আক্রান্ত ৪৪৬ জন। এরপরেই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, মালদহ ও বীরভূম। গত ২৪ ঘণ্টায় এই তিন জেলায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ১৬৬, ১৩৪, ১১৯ জন। পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাতেও একদিনে আক্রান্ত একশোর বেশি। এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ।
Be the first to comment