করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার রাজ্যে। এক একটা দিন এগোচ্ছে, আর রোজই দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ভাঙছে। বৃহস্পতিবার নতুন করে রাজ্যে ১১৭ জনের মৃত্যু হয়েছে। যা সর্বকালীন রেকর্ড। সরকারি হিসেবে একদিনে এতগুলি মৃত্যু আগে হয়নি রাজ্যে। নতুন করে ১৮ হাজার ৪৩১ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৪১২ জন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১৫ দিন বাংলায় করোনা সংক্রমণের দাপট অত্যন্ত বাড়তে পারে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কাউকে ভয় দেখাচ্ছি না। সতর্ক করছি। নিজেরা সতর্কতা অবলম্বন করুন। অকারণে রাস্তায় বেরোবেন না। মাস্ক পরুন।’
দৈনিক নমুনা পরীক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি দেখা যায়নি। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যা হাজার খানেক বেড়ে হয়েছে ৬০ হাজার ১০৫। যদিও দৈনিক নমুনা পরীক্ষার হার এখনও সন্তোষজনক নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যান্য রাজ্যে যখন প্রত্যেকদিন লক্ষাধিক টেস্ট হচ্ছে, তখন এ রাজ্যে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬০ হাজারের কাছাকাছিই ঘোরাফেরা করছে।
আক্রান্তের নিরিখে এক নম্বরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে ৩,৯২২ জন শনাক্ত হয়েছেন করোনা ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। শহরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,৮৮৭ জন। কলকাতায় একদিনে ৩৩ জন এবং উত্তর ২৪ পরগনার ৩৬ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।
Be the first to comment