আরও কমল দৈনিক সংক্রমণ। কমছে মৃত্যুও। তবে এখনও মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ চিকিৎসকদের। তবে সরকারের প্রয়োগ করা বিধিনিষেধের সুফল পাওয়া যাচ্ছে হাতেনাতে। সুস্থ হয়ে উঠছে বাংলা।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৮৮ জন, মৃত্যু হয়েছে ৫৮ জনের। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১১২ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৬৯১। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতেই করোনায় আক্রান্ত হয়েছেন ২৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। উত্তর ২৪ পরগনায় এই সময়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।
বৃহস্পতিবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮ জন, মৃত্যু হয়েছে ৬৪ জনের। এই সময়ে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৩৩ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৩। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতেই করোনায় আক্রান্ত হয়েথেন ৩৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। উত্তর ২৪ পরগনায় এই সময়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩১ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।
Be the first to comment