আড়াই মাসে সর্বনিম্ন সংক্রমণ, মৃত আরও ৪২

Spread the love

করোনা টেউয়ের দাপটের সঙ্গে মোকাবিলায় এগিয়ে বাংলা। রাজ্যে সংক্রমণের পরিসংখ্যানে রেকর্ড পতন। মৃত্যুর সংখ্যাও নামল ৫০-এর নীচে। গত একমাসের মধ্যেই সংক্রমণ এখন ১০ থেকে এক হাজারি। আরও নিম্নমুখী সংক্রমণের হার। সঙ্গে কমছে মৃত্যুও। রাজ্যের করোনা পরিস্থিতির এমন উন্নতিতে স্বস্তি। তবে সাবধান করছেন চিকিৎসকেরা। সামান্য বেলাগাম হলেই বদলে যাবে চিত্র।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৯ জনের এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভি়ড মুক্ত হয়েছেন ২ হাজার ১১৩ জন। বাংলায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩০ শতাংশ। রাজ্য এখন সক্রিয় করোনা আক্রান্ত ২২ হাজার ৭৪০ জন।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭১ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৫ জন মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। বিগত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী। রবিবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ১৮৪ জন, মৃত্যু হয়েছে ৫৩ জনের।

অন্যদিকে, দেশে নিম্নগামী করোনার গ্রাফ। ধীরে ধীরে সেরে উঠছে দেশ। বিগত ৮৮ দিনে এই প্রথম ৫৫ হাজারের নীচে নামল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ২৫৬। যা গত ৮৮দিনের নিরিখে সর্বনিম্ন। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ১৯০ জন। মৃত্যুর সংখ্যাও কমছে। সোমবার দেশে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ৪২২।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*