বাংলায় বাড়ল করোনা সংক্রমণ। বৃহস্পতিবারের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০১ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। গতকালের থেকে দৈনিক মৃত্যু কমেছে। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্য়া ১৯ হাজার ৭৫৫ জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ।
সংক্রমণের শীর্ষে এখনও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদিকে, কলকাতায় এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। সমতলের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে পাহাড়ও। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের, জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা ১১৭ জন।
অন্যদিকে, আজ থেকে রাজ্যজুড়ে কড়াকড়ি কিছুটা শিথিল হল। দোকানপাট খোলার সময়সীমাও বেড়েছে। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে রাজ্যে সামগ্রিকভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে হাওড়া, দুই ২৪ পরগনা সহ কিছু জেলার বেশ কিছু এলাকায় সংক্রমণের হার উদ্বেগজনক।
Be the first to comment