একদিকে যখন গোটা রাজ্যের সংক্রমণের চিত্রটা নিম্নমুখী, অপরদিকে তখন মাথাব্যথার কারণ হয়ে থাকছে রাজ্যের একটি মাত্র জেলা। তা হল- দার্জিলিং। জেলায় জেলায় মৃত্যু এবং সংক্রমণের হারে পতন অব্যাহত থাকলেও কেবল দার্জিলিং জেলার ছবিটাই ভিন্ন। সংক্রমণ আগের মতোই। মৃত্যুও কমছে না। যদিও বাকি জেলাগুলির ছবি অনেকটাই আশা জাগাচ্ছে। শনিবার রাজ্যের দুই জেলায় দৈনিক আক্রান্ত ১০ পেরোয়নি। করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি মোট ১৫ টি জেলায়।
শনিবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ২৩। অন্যদিকে, রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ২০ হাজার নীচে। বর্তমানে রাজ্যে সক্রিয়া আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ২৮০ জন।
রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫৪ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫২ হাজার ৭৬১ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার কমে হয়েছে ২.৬৪ শতাংশ।
Be the first to comment