গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন ৷ মৃত্যু হয়েছে ৯ জনের ৷ তবে দু‘ক্ষেত্রেই সামান্য কমেছে সংখ্যাগুলি। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন ৷ গত শুক্র এবং শনিবার সংখ্যাটি ছিল যথাক্রমে ৭৪৪ এবং ৭৬২ ৷ গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে করোনার সংক্রমণ সাতশোর ঘরেই রয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের ৷ শুক্র এবং শনিবার এই সংখ্যাটি ছিল যথাক্রমে ১৩ এবং ১১ ৷
রবিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ৩৯৩ জন ৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩০ জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৬৮৩ জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৩৬ জনের ৷
এদিন ৪০ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার ৯০৬৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ১৯ হাজার ৪৪৩ জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪০৬ জন ৷ সবমিলিয়ে রাজ্যে মোট ৩ কোটি ৯৪ লাখ ৫১ হাজার ২১৪ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার ৮০৭ জন ৷
জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় কলকাতায় 1 জনের মৃত্যু হয়েছে এবং উত্তর 24 পরগনায় 2 জন মারা গিয়েছেন ৷
আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন রয়েছে ৷ তার মধ্যেই রাজ্যে দৈনিক করোনার সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে ৷ টানা পাঁচ-ছ’দিন ধরে সংক্রমণ 700-র ঘরেই থাকছে ৷ আজও সেরকমই থাকল ৷
Be the first to comment