টেস্ট বাড়তেই রাজ্যে একধাক্কায় সংক্রমণ বাড়ল অনেকটাই ৷ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৮ জন ৷ আগের দিন যা ছিল ৪৭২ জন ৷ তবে কমেছে মৃত্যু ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল ১৫ জনের ৷ মঙ্গলবার পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১৫ লাখ ৬৭ হাজার ৫৭৩ জন ৷ গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬৯৩ জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৪১ হাজার ২২৩ জন ৷
এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৮৬ জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৬৪ জনের ৷ আজ ৩৬ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ মঙ্গলবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৮০ লাখ ৬২ হাজার ৮৯৩ জনের ৷ এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ২১ হাজার ৩৩ জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭২ হাজার ৩৮২ জন ৷ সবমিলিয়ে রাজ্যে মোট ৪ কোটি ৩১ হাজার ৪৯৮ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ১ কোটি ৬২ লাখ ৪৩ হাজার ৫৮৮ জন ৷
জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩ জন এবং উত্তর ২৪ পরগনায় ৩ জন মারা গিয়েছেন ৷ নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে মারা গিয়েছেন ২ জন ৷ হাওড়া, হুগলি এবং দার্জিলিং জেলায় মারা গিয়েছেন ১ জন করে ৷
Be the first to comment