পুজোর মুখে বাংলায় ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা

Spread the love

দোরগোড়ায় পুজো। উৎসবের সময় করোনা ফের চোখরাঙাতে পারে, এমন আশঙ্কায় রয়েছে দেশের বিশেষজ্ঞ মহল। এমন আবহে মহালয়ার দিন বাংলায় একদিনে করোনা সংক্রমণ গতকালের তুলনায় ফের বাড়ল। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। মঙ্গলবারের তুলনায় বুধবার রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ল। এদিন নতুন করে ভাইরাস প্রাণ কেড়েছে ১৫ জনের। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ২৪৬। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৭৯২। একদিনে করোনায় সুস্থ হয়েছেন ৭৫৫ জন। রাজ্যে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৬৩। এই মুহূর্তে রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৫৯১।

তবে সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত হয়েছেন ১৫৯ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। দুই জেলাতেই একদিনে ৪ জনের করে মৃত্যু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*