রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮০ জন ৷ আগের দিন যা ছিল ৯৮২ জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন, উত্তর ২৪ পরগনায় ১৪৮ জন ৷
তবে বেড়েছে মৃতের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের ৷ উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ৪ জনের ৷ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও দার্জলিংয়ে ১ জন করে প্রাণ হারিয়েছেন ৷
আগের দিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ৮ জনের ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা ১৫ লাখ ৯১ হাজার ৯৯৪ জন ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৮০ জন ৷ সবমিলিয়ে করোনা রাজ্যে থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৬৪ হাজার ৫৫৮ জন ৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৩১০ জন ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৯ হাজার ১২৬ জনের ৷
আগের দিনের তুলনায় কমেছে নমুনা পরীক্ষা। শুক্রবার ৪৯ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষা হয়েছিল ৷ শনিবার ৪৭ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৯১ লাখ ৮০ হাজার ৮৮৬ ৷
এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৬১০ জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৮৫ হাজার ৯৭০ জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট ৫ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৬১১ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ২ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৭২০ জন ৷
Be the first to comment