রাজ্যের কোভিড পরিসংখ্য়ানে সামান্য স্বস্তি। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৫৭, বুধবার এই সংখ্যা ছিল ৬৬৮। একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৬৬৭ জন। উল্লেখযোগ্যভাবে কমেছে কলকাতায় মহামারীর দাপট। গত ২৪ ঘণ্টায় শহরে করোনা সংক্রমিতের সংখ্যা ১৫৩।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬,১৭, ৪০৮। সুস্থ হয়েছেন ১৫,৯০,২৯৮ জন, প্রাণ হারিয়েছেন ১৯,৫১০ জন। এ নিয়ে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৩৭,৩৭৬টি, যার মধ্যে পজিটিভ রিপোর্ট ১.৭৬ শতাংশ।এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্য়া ৭৬৯০।
কলকাতার কোভিড গ্রাফ দীর্ঘদিন ধরে চিন্তায় রেখেছিল স্বাস্থ্য দফতরকে। তবে গত কয়েকদিনে তা খানিকটা হলেও কমেছে। কলকাতার করোনা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৫৩ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২২। এছাড়া আর কোনও জেলাতেই আক্রান্ত ১০০র বেশি নয়।
Be the first to comment