টিকাকরণ কর্মসূচি চললেও, রাজ্যে করোনায় মৃত ও সংক্রমণ অব্যাহত৷ গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত আরও প্রায় তিনশো ৷ মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ২৯৫ জন ৷ সোমবার ছিল ২৫২ জন৷ রবিবার ছিল ৩৮৯ জন৷ তারফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৬৮ হাজার ৬৫০ জন ৷
বাংলায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের ৷ সোমবার ছিল ৭ জন ৷ তুলনামূলক ফের বাড়ল দৈনিক মৃতের সংখ্যা ৷ তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ১২২ জন ৷ এদের মধ্যে শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ৩,০৬৫ জনের ৷ আর উত্তর ২৪ পরগণার সংখ্যাটা ২,৪৫৯ জন ৷
গত ২৪ ঘন্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের৷ উত্তর ২৪ পরগণা ৩ জন ৷ নদিয়ায় ২ জন৷ হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে একজন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷
তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহারও ৷ ২৫ জানুয়ারির তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যু হার ১ দশমিক ৭৮ শতাংশ৷ বেশ কিছুদিন ধরে সংখ্যাটা একই জায়গায় দাড়িয়ে আছে৷ তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যাটা কমে ১ হাজার ২০২ জন ৷ হোম আইসোলেশনে ৪ হাজার ৯২২ জন৷ আর সেফ হোমে রয়েছেন মাত্র ২৭ জন ৷
বাংলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪০৯ জন ৷ সোমবার ছিল ৪১৭ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫২ হাজার ৪৯২ জন ৷ আর সুস্থতার হার বেড়ে ৯৭.১৬ শতাংশ ৷
Be the first to comment