বড়দিনে বাড়লো করোনা, পাল্লা দিয়ে রাজ্যে ছড়াচ্ছে ওমিক্রন

Spread the love

উৎসবের আবহেই বাড়ছে করোনা। শনিবার অর্থাৎ ক্রিসমাসের দিন বাংলায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। যা নিয়ে এদিন পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩০ হাজার ৮২। শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৫০।

এদিকে বড়দিনের আনন্দের মাঝেই মেডিক্যাল কলেজের এক জুনিয়র ডাক্তারের দেহে মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে, তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, ২১ বছরের ওই চিকিৎসকের দেহে জ্বরের উপসর্গ দেখা গিয়েছিল। তারপরেই জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় তাঁর লালারসের নমুনা। শুক্রবার রাতে ওই রিপোর্ট পজিটিভ আসে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, করোনার নয়া ভ্যারিয়েন্ট আক্রান্ত চিকিৎসককে বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। এক্ষেত্রে Omicron আক্রান্তের বাড়ি কৃষ্ণনগরে। জানা গিয়েছে, ওই জুনিয়র ডাক্তারের বিদেশ যাত্রার কোনও রেকর্ড নেই। যা অবশ্যই উদ্বেগ বাড়াচ্ছে। বর্তমানে রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছয় বলে জানা গিয়েছে।

এদিন কোভিডের জেরে রাজ্যে চার জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিনজনই কলকাতার বলে খবর। এদিনের হিসেব অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট কোভিড মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৭১১।

অন্যদিকে, এদিন সুস্থ গিয়ে বাড়ি ফিরেছেন ৫৩৬ জন। অন্যদিকে, দেশের করোনা গ্রাফও ক্রমশ ঊর্ধ্বমুখী। এখনও পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৪১৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার হাত থেকে মুক্তি পেয়েছেন ৩ কোটি ৪২ লাখ ২৩ হাজার ২৬৩ জন। করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ৭৯ হাজার ৫২০ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*