কলকাতায় একদিনে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ৭ হাজার, উদ্বেগ বাড়াচ্ছে আরও ৩ জেলা

Spread the love

উদ্বেগ বাড়িয়ে আরও বাড়লো রাজ্যের করোনা সংক্রমণ। কোভিড পরীক্ষায়র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও। এমন পরিস্থিতিতে চিন্তা বাড়িয়ে দৈনিক করোনা সংক্রমণের নিরিখে হাজারের গণ্ডি ছাড়াল আরও এক জেলা-পশ্চিম বর্ধমান। উল্লেখ্য, ২২ জানুয়ারি এই জেলার আসানসোল পুরনিগমে পুর নির্বাচন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় তিন হাজার। স্বাস্থ্যভবনের শুক্রবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন। যাঁদের মধ্যে ৭ হাজার ৪৮৪ জন কলকাতার বাসিন্দা। দৈনিক আক্রান্তের নিরিখে এটা সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৩, ১১৮)। তৃতীয় স্থানে থাকা হাওড়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬০ জন। আর চিন্তা বাড়িয়ে হাজারের গন্ডি পার করল পশ্চিম বর্ধমানও ( ১,০৪৩)। সবমিলিয়ে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ লক্ষ ১১ হাজার ৯৫৭ জন। 

করোনার তৃতীয় ঢেউ আর ওমিক্রনের দাপটে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্য়া বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০ হাজারেরও বেশি বেড়ে তা এই মুহূর্তে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৮৪। রাজ্যে মোট করোনা রোগী ১৭ লক্ষ ১১ হাজার ৯৫৭। মৃত্যু হয়েছে মোট ১৯, ৮৬৪ জনের। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। তাদের মধ্যে ৭ জন কলকাতার, ৩ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বাকিরা দক্ষিণ ২৪ পরগনা ( ২), হাওড়া (২), হুগলি, পূর্ব বর্ধমানের বাসিন্দা। 

রাজ্যে সুস্থ রোগীর সংখ্যা ১৬, ৪০,৭০৯। সুস্থতার হার ৯৫.৮৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৯,১৫৮ টি নমুনা পরীক্ষার মধ্যে ২৬.৩৪ শতাংশ রিপোর্টই পজিটিভ। বৃহস্পতিবারও যা ছিল ২৪ শতাংশের আশপাশে। করোনার তৃতীয় ঢেউয়ে ক্রমাগত ঊর্ধমুখী রাজ্যের গ্রাফ। চিকিৎসকদের পরামর্শ, সংক্রমণ শৃঙ্খল ভাঙতে মাস্ক পরতেই হবে। মেনে চলতে হবে কোভিডবিধি। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*