চোখ রাঙাচ্ছে করোনা। রাজ্যে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত সংখ্যা ছাড়াল ১৭০০-এর বেশি। বেড়েছে পজিটিভিটি রেটও। রাজ্যে দৈনিক পজিডিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭২ শতাংশ। বৃহস্পতিবার যা ছিল ১২.৮৯ শতাংশ। যা নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসক মহলে। প্রশ্ন উঠেছে, করোনা পরীক্ষা কম হওয়ায় আক্রান্তের সংখ্যা কম হচ্ছে। চিকিৎসকদের মতে, ফের যাতে সংক্রমণ ছড়িয়ে না যায় তার জন্য দ্রুত বাড়াতে হবে করোনা পরীক্ষা। পাশাপাশি নিতে হবে বুস্টার ডোজও।
শুক্রবার রাজ্যের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৯ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি দিয়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনও মৃত্যু হয়নি। আক্রান্তদের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। তারপরই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ প্রায় সব জেলা। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৩১ হাজার ১৬৪। বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কেস রয়েছে আট হাজার ২৭৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৩২৭ জন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ৭ হাজার ৯৫০ জন। এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৫৬ জন।
শুক্রবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১ হাজার ৬৬৮ জন। এদিন সুস্থতার হার সামান্য কমে হয়েছে ৯৮.৫৫ শতাংশ। রাজ্যে একদিনে করোনা পরীক্ষা করিয়েছেন ১১ হাজার ৮১১ জন। তার মধ্যে ১৭০০ জনেরই পজিটিভ আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দফতরের।
Be the first to comment