টানা তিনদিন নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ, একদিনে কলকাতায় আক্রান্ত ২১৪

Spread the love

গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা পরিস্থিতির বড় কোনও বদল নেই। শনিবার সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। কিছুটা বেড়েছে মৃত্যু।  বেড়েছে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যাও। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০১ জন। যা শুক্রবারের চেয়ে কম। এনিয়ে টানা তিনদিন নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের নিরিখে কলকাতা রাজ্যের শীর্ষে। শহরে একদিনে আক্রান্ত ২১৪ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর এবং হুগলি। দুই জেলায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ১২৪ ও ৬০। এদিন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৪ হাজার ১৫২ জন।

বাংলায় একদিনে করোনার বলি ১১ জন। তার ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৪৫০ জন। সর্বাধিক মৃত্যুর সাক্ষী রয়েছে উত্তর ২৪ পরগনা (৪)। কলকাতা (২) ও পূর্ব বর্ধমানে (২) মৃত্যু হয়েছে ৪ জনের। দক্ষিণ দিনাজপুর, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। 

করোনাকে হারিয়ে এদিন সুস্থ হয়েছেন ৭১৭ জন।  ফলে এখন কোভিডজয়ীর সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৮৬ হাজার ৮৮২ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৩১ শতাংশ। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*