বিশ্ব জুড়ে করোনা; দেখে নিন পরিসংখ্যান

Spread the love

জন হপকিনস ইউনিভার্সিটির পরিসংখ্যান বলছে আজ অবধি ভাইরাস আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,২৯৩। সংক্রামিত ৩,৩৫,৩৭৬। আশঙ্কাজনক অন্তত ১৪ হাজার। তবে সুস্থও হয়ে উঠেছেন ১ লক্ষ ১৪ হাজারের কাছাকাছি।

জাতীয় নিরাপত্তা পারিষদের মহাসচিব আন্তেনিও গুয়েতেরেস বলেছেন, বিশ্বের ১৮২টি দেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসের সংক্রমণ। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও অবধি মৃতের সংখ্যা ১,০৩১। সংক্রামিত ৬৮ হাজারের বেশি। চিনের পরেই করোনা মহামারী ইতালিতে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭.৫০৩। আক্রান্ত ৭৪ হাজারের বেশি।

ইতালির পরেই করোনা মহামারী স্পেনে। সংক্রামিতের সংখ্যা টপকে গেছে চিনকেও। কোভিড-১৯-এর জেরে স্পেনে লকডাউন ১১ দিনে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, আক্রান্তের সংখ্যা ৪৯ হাজারের উপরে। মৃত ৩,৬৪৭। জার্মানির অবস্থাও সঙ্কটময়। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। মৃত ২০৬। রাশিয়ায় ১৬৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। মোট আক্রান্তের সংখ্যা এখন ৬৫৮। মৃত্যু হয়েছে তিন জনের। ইরানেও পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২,০৭৭। ভাইরাস আক্রান্ত ২৭ হাজারের বেশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*