বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ৩৭ লক্ষ মানুষ, মৃত ২ লক্ষ ৬০ হাজারের বেশি

Spread the love

শেষ ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হলেন ৮৭ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫,৪০০-র বেশি মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এই তথ্য জানিয়েছে।

হু -এর দেওয়া পরিসংখ্যান বলছে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৭২৯ জন। এরফলে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ লক্ষ ৫৯ হাজার ৯৬৭ জন। মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৯ হাজারের বেশি মানুষের।

শুধুমাত্র আমেরিকাতেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৭ হাজার ১৭৮ জনের। সে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ৮৩ হাজার ৮২৯ জন। মোট আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭৪ হাজার মানুষ। উল্লেখ্য, মার্কিন মুলুকে মোট জনসংখ্যা ৩২ কোটির সামান্য বেশি।

আমেরিকার পরেই মৃত্যুর তালিকায় রয়েছে ইতালি, ব্রিটেনের মত বিশ্বের প্রথম সারির দেশগুলি। সারা বিশ্ব জুড়ে এই ভাইরাস প্রাণ কেড়েছে আড়াই লক্ষের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন ৩৫ লক্ষের বেশি মানুষ। পরিস্থিতি এগোচ্ছে ভয়ংকরের দিকে।

আমেরিকার পরেই মৃত্যুমিছিলের তালিকায় নাম রয়েছে ব্রিটেনের। সেখানে মৃত্যু হয়েছে ৩১ হাজার মানুষের। আক্রান্ত ২ লক্ষ ১১ হাজারের বেশি।

মৃত্যুমিছিলে ব্রিটেনের চেয়ে বর্তমানে সামান্য নীচে ইতালি, সেখানে মৃত্যু হয়েছে ৩০ হাজার মানুষের। আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৭ হাজারের বেশি। ফ্রান্সের অবস্থাও একই রকমের ভয়াবহ, সেখানে এখন পর্যন্ত ১ লক্ষ ৩৮ হাজার মানুষ করোনার কবলে পড়েছেন, মৃত্যু হয়েছে ২৬ হাজারের। স্পেনে মৃতের সংখ্যাটা ২৬ হাজার ২৯৯ জনের ও আক্রান্ত ২ লক্ষ ২৩ হাজার মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*