কস্ট অ্যাকাউন্টেন্সিতে কেরিয়ার

Spread the love

কস্ট অ্যাকাউন্টেন্টদের কাজ হল যে কোনো উৎপাদিত সামগ্রীর গুণগত মান স্থির রেখে তার দাম ঠিক করা। কোম্পানির লাভক্ষতির নিরিখে তার ব্যয় নিয়ন্ত্রন করা। উৎপাদন ও বিক্রি কতটা পরিমাণ হলে কোম্পানি লাভ করবে তা নির্ধারণ করা। এক কথায় কস্ট অ্যাকাউন্টেন্ট একটি উৎপাদনশীল কোম্পানির পাইলটের ভূমিকা পালন করে। উৎপাদনশীল কোম্পানি অর্থাৎ Manufacturing Industryর সঙ্গেই এই কাজের যোগ। তাই দেশের শিল্পোন্নতির ওপর কস্ট অ্যাকাউন্টেন্টদের চাকরির বাজার নির্ভর করে।

এই পরীক্ষার মান সিএর মতোই। এখানেও Foundation Course আছে। Intermediate Course আছে ও Final Course আছে। সিএদের মতো কস্টের লোকেরাও নিজস্ব ফার্ম খুলে কনসাল্টেন্সি করতে পারেন। মোটামুটি তিন বছর পড়লে তিনটি পরীক্ষায় পাস করা যায়। বছরের যে কোনো সময় ১০+২ পাস ছাত্রছাত্রীরা এই কোর্স পড়তে পারে। সিএ

পরীক্ষা দেওয়ার পর এই কোর্সটি পড়লে বা এমকম বা এমএ করে এই কোর্স পড়লে দু-একটি পেপারে ছাড় পাওয়া যায়। গ্র্যাজুয়েট প্রার্থীদের ফাউন্ডশেন কোর্স করতে হয় না। সিএ কোর্সের সঙ্গে অনেকগুলি বিষয়ের মিল আছে। তাই অনেকে সিএ কস্টিং পরীক্ষাটাও দিয়ে দেয়। দুটোই পোস্টাল ও ওরাল কোচিং।

Foundation Course: Organization Management, Fundamentals Financial Accounting, Fundamentals Economics and Business Fundamentals, Business Math and Statistics Fundamentals.

Intermediate I : Cost and Management Accounting, Information Systems and Technology, Business Law Communication Skill, Business Taxation.

Communication Skill-এর মধ্যে ইংরাজি পড়ানো হয়।।

Intermediate Course Part II:

a) Management Accounting Performance Management.

b) Advanced Performance Accounting.

c) Auditing.

d) Quantative Methods.

Final 1. Operations and Project Techniques.

2. Strategic Management and Marketing.

3. Strategic Tax Management.

Final Part II

a) Management Accounting Decision Making.

b) Cost Audit and Management Audit

c) Valuation Management and Case Study.

এ সম্পর্কে আরও জানতে হলে যোগাযোগ করুন-

The Institute of Cost and Works Accounts of India

12, Sadar Street, Kolkata-700016

Website : www.myicwal.com

Email : sclicwai@vsnl.net

সৌজন্যে – ড. পার্থ চট্টোপাধ্যায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*