রবিবার রাতে কোস্তারিকাইয় একটি ৬.৫ মাত্রায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে মানুষেরা ঘরের ভাইরে বেড়িয়ে আসে। দেশের পাবলিক সেফটি মন্ত্রণালয় জানায় ভূমিকম্পের ফলে দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে, কিন্তু অতিরিক্ত ঙ্কিছু খবর পাওয়া যায়নি। বিদ্যুৎ লাইন এবং পোল ভেঙে গেলে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, কিন্তু প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর অল্পসংখ্যক জনবহুল এলাকায় কম্পন তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর পাওয়া গেছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে থেকে জানা যায়, ভূমিকম্পটি রাজধানী সান জোসে থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জ্যাকো শহরের ১০ মাইল (১৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পটি প্রায় ১২ মাইল (২০ কিলোমিটার) গভীরতায় ছিল। ন্যাশনাল ইমার্জেন্সি কমিশন বলেছে সুনামি হওয়ার সম্ভাবনা নেই।
Be the first to comment