পৌরনিগমের নির্বাচনকে সামনে রেখে এলাকায় এলাকায় জনসংযোগের কাজে দলীয় কাউন্সিলরদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার কালীঘাটের কাছে জয়হিন্দ ভবনে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম ৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কলকাতা পৌরনিগম কখনই বিজেপি নিতে পারবে না।
জয়হিন্দ ভবনে কলকাতা পৌরনিগমের তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে ফিরহাদ হাকিমের বৈঠকের আয়োজন করেছিলো প্রশান্ত কিশোরের সংস্থা। একদম কর্পোরেট আদলে বৈঠক সম্পন্ন হয়। এদিনের বৈঠক থেকেই কার্যত পৌরনিগম ভোটের দামামা বাজিয়ে দিলো তৃণমূল। ফিরহাদ হাকিম দলীয় কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পড়ে থাকা পৌরনিগমের সমস্ত কাজ শেষ করে ফেলতে হবে। এলাকাভিত্তিক জনসংযোগের কাজে জোর দিতে হবে। কাউন্সিলররা প্রশাসনিক স্তরে যোগাযোগ রেখে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবেন। এর জন্য ২টি ফোন নম্বর দেওয়া হয় তাঁদের।
ফিরহাদ হাকিম বলেন, দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে গড়ে তুলতে হবে জনসংযোগ। ৭২ ঘণ্টার মধ্যে দিদিকে বলোর একটি কর্মসূচি সম্পন্ন করতে হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে শহরের প্রতিটি কাউন্সিলরকে ৪টি করে দিদিকে বলো কর্মসূচি সম্পন্ন করতে হবে।
Be the first to comment