ফেসবুক করা নিয়ে অশান্তি। আর তারই জেরে ১১ বছরের ছেলেকে রেখে আত্মঘাতী হলেন এক দম্পতি। কোতোয়ালি থানার আমঘাটা খ্রিস্টান পাড়া এলাকার বাসিন্দা ছিলেন মিঠুন মণ্ডল (৩৫) ও সাধনা মণ্ডল (৩১)। মঙ্গলবার রাতে ওই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
প্রায় ১২ বছর আগে সাধনার সঙ্গে বিয়ে হয়েছিল মিঠুনের। বাজারে মাংস বিক্রি করতেন মিঠুন। ইদানিং ফেসবুক করা নিয়ে ওই দম্পতির মধ্যে নিত্য অশান্তি হচ্ছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া চরমে উঠলে পড়শিরা তাঁদের বাড়িতে ছুটে যান। তখনকার মতো বুঝিয়ে শুনিয়ে শান্ত করেন তাঁদের। ফের গভীর রাতে সাধনার চিৎকার শুনে ঘুম ভাঙে তাঁদের। গিয়ে দেখেন শোয়ার ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলছেন মিঠুন। সঙ্গে সঙ্গে তাঁকে নামিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বাড়িতে বসে স্বামীর মৃত্যুর খবর জানতে পেরে ঘরের দরজা আটকে গলায় দড়ি দেন সাধনাও। তাঁকেও শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সামান্য ফেসবুক করা নিয়ে অশান্তির জেরে দম্পত্তির এমন চরম সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছেন প্রতিবেশীরা। তাঁদের ১১ বছরের সন্তানের কী হবে তা নিয়ে চিন্তিত তাঁরা। আপাতত পড়শিদের কাছেই রয়েছে ঘটনার আকস্মিকতায় বিপর্যস্ত কিশোর মঙ্গল। বাবা মায়ের অবর্তমানে কে তাঁর দায়িত্ব নেবে তা নিয়েই চলছে ভাবনাচিন্তা।
Be the first to comment