বিবাহ বহির্ভূত যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন কাপল। আর তারই শাস্তি স্বরূপ আবর্জনা ঢেলে দেওয়া হলো তাঁদের গায়ে। ঘটনাটি উত্তর-পূর্ব ইন্দোনেশিয়ার লাংসা শহরের। এই শহর শাসিত হয় কড়া শরিয়া আইনে।
ঘটনার এক ভিডিও এসেছে প্রকাশ্যে। সেখানে দেখা গিয়েছে গোটা বিষয়টা দায়িত্ব নিয়ে তদারকি করছেন এক ব্যক্তি। বিবাহ বহির্ভূত যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার অপরাধে ধরে রাখা হয়েছে এক ব্যক্তিকে। আর বালতি ভরে আবর্জনা ঢালা হচ্ছে তাঁর গায়ে। বার কয়েক পালানোর চেষ্টাও করেন ওই ব্যক্তি। কিন্তু লাভ হয়নি। সমাজের অতিরিক্ত দায়িত্ববান নাগরিকরা কার্যত ঘাড় ধরে ফিরিয়ে এনেছেন তাঁকে। এ বার অবশ্য তিনি একা নন। তাঁর দোসর হয়েছেন এক মহিলাও।
স্থানীয় ইসলামিক শরিয়া এজেন্সির প্রধান ইব্রাহিম লতিফ জানিয়েছেন, এই ব্যক্তি মাঝে মাঝেই ওই মহিলার বাড়িতে আসত। দীর্ঘদিন ধরে চলছে এই সব। স্থানীয়দের দাবি, তাঁরা কোনও অনৈতিক কাজে যুক্ত ছিলেন। বহুদিন ধরে চোখের সামনে এ সব দেখার ফলেই উত্তেজিত হয়ে গিয়েছেন জনতা। আর শাস্তি হিসেবে ওই ব্যক্তি এবং মহিলার গায়ে গায়ে আবর্জনা ঢেলে দেওয়া হয়েছে।
লাতিফ আরও জানিয়েছেন, উন্মত্ত জনতাকে শান্ত করার জন্য ওই মহিলার সঙ্গে তাঁর বিয়ের সার্টিফিকেট দেখান ওই ব্যক্তি। যেখানে লেখা রয়েছে ওই কাপল নিকাহ-সিরি করেছেন। তবে এই ধরণের বিয়েকে কেবলমাত্র ধর্মই সম্মতি দেয়। দেশ বা রাজ্য নয়। আপাতত গ্রেফতার হয়েছেন ওই কাপল। শুরু হয়েছে তদন্ত। ওই ম্যারেজ সার্টিফিকেট সঠিক নাকি ভুয়ো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। যদি দেখা যায় ওই সার্টিফিকেট ভুয়ো তাহলে জনতাকে বোকা বানানোর অভিযোগে কঠোর শাস্তিও পেতে পারেন ওই কাপল।
Be the first to comment