
রোজদিন ডেস্ক, কলকাতা:- বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুর এলাকার মুকুন্দপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম দুলাল পাল বয়স ৬৬ বছর এবং রেখা পাল বয়স ৫৪ বছর। ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুলাল পালের দেহ ফ্ল্যাটের ডাইনিং রুমে পাওয়া যায়। রেখার দেহ উদ্ধার হয় শোয়ার ঘর থেকে। আপাত ভাবে আত্মহত্যা মনে করছেন তদন্তকারীরা। মৃত দম্পতির মেয়ের অভিযোগ, তাঁর দাদা ও বৌদি মিলেই বাবা-মাকে খুন করেছেন। তাঁর দাবি, বাবা-মার সঙ্গে দাদা বৌদির সম্পর্ক ভালো ছিল না। বাবা-মার উপর অত্যাচার চালাতেন তাঁর দাদা-বৌদি। তাঁরাই খুন করেছেন অথবা আত্মহত্যা করতে বাধ্য করেছেন। প্রতিবেশীরাও জানিয়েছেন, দম্পতির ছেলে-বৌমার সঙ্গে সম্পর্ক ভাল ছিল না । মঙ্গলবারও তাঁদের সঙ্গে ছেলে-বৌমার সকালের দিকে ঝগড়া হয়। পরে তাঁরা অফিসে বেরিয়ে যান।তারপর থেকে একাই বাড়িতে ছিলেন ওই দম্পতি। সন্ধের সময় কোনও সাড়া-শব্দ পাওয়া না গেলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে দুজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
Be the first to comment