কোভিড-১৯ সেন্টারে বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে ৭

Spread the love

আহমেদাবাদের পরে এবার বিজয়ওয়াড়া। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি হোটেলে রবিবার সকালে আগুন লাগে। হোটেল স্বর্ণ প্যালেসে আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ ওই হোটেলটিকে কোভিড সেন্টারে পরিণত করা হয়েছিল। প্রচুর করোনা আক্রান্ত ছিলেন সেখানে। ইতিমধ্যে ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধার হওয়া রোগিদের।

প্রচুর মানুষ ওই হোটেলটিতে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একটি বড় হাসপাতাল কর্তৃপক্ষ ওই হোটেলটি ভাড়া করে করোনা আক্রান্তদের চিকিৎসা চালাচ্ছিল সেখানে।

আগুনের খবর ছড়িয়ে পড়তেই দমকলের একাধিক ইঞ্জিন ছুটে যায় এলাকায়। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

এই অগ্নিকান্ডের ঘটনার কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা আহত হয়ে অন্য হাসপাতালে ভর্তি, তাদের সব রকম দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদের।

রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে বলে দমকল সূত্রে খবর। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকলের ২টি ইঞ্জিন। পরে আরও ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন ছড়িয়ে পড়তেই রোগিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। প্রচুর মানুষ চিৎকার করতে শুরু করেন। বেশ কয়েকজনকে হোটেলটির প্রথম তলা থেকে মাটিতে ঝাঁপ দিতে দেখা যায়। হোটেলটি থেকে ক্রমাগত ধোঁয়ার কুন্ডলী বেরিয়ে আসছে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*